Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জালমির ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিলেন আমলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২০, ১১:৩৯ AM
আপডেট: ৩১ জানুয়ারী ২০২০, ১১:৩৯ AM

bdmorning Image Preview


আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির সঙ্গে কাজ করবেন হাশিম আমলা। দলটির ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন এই প্রোটিয়া। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জালমি কর্তৃপক্ষ।

২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পিএসএলের পঞ্চম আসর। একই দিন করাচীতে অনুষ্ঠিত হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এবারের আসরের পুরোটাই হবে পাকিস্তানের মাটিতে। পুরো মৌসুম জুড়েই দলের সঙ্গে থাকবেন আমলা। 

জালমি চেয়ারম্যান জাভেদ আফ্রিদি টুইটারে লিখেছেন, `হাশিম আমলা একজন কিংবদন্তী ব্যাটসম্যান। ক্রিকেট বিশ্বের বড় নাম সে। আমরা তাকে জালমি পরিবারে স্বাগত জানাচ্ছি।'

এদিকে আমলার মতো একজন বিশ্বমানের খেলোয়াড়কে দলে পেয়ে উচ্ছ্বসিত জালমির প্রধান কোচ মোহাম্মদ আকরাম। তিনি বলেন, `আমলা আমাদের সঙ্গে কাজ করবে এটা দারুণ ব্যাপার। আশা করছি সবাই নিজেদের সেরাটা আদায় করে নিতে পারবে।'

পিএসএলে যাওয়ার আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসেছিলেন আমলা। খুলনা টাইগার্সের জার্সিতে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার। 

Bootstrap Image Preview