Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নরেন্দ্র মোদি ও মহাত্মা গান্ধীর হত্যাকারী একই মতাদর্শে বিশ্বাসী: রাহুল গান্ধী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২০, ১২:৩৬ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০২০, ১২:৩৬ PM

bdmorning Image Preview


ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছেন, মাহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একই মতবাদে বিশ্বাসী।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কেরালা আয়োজিত নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএএ) বিরোধিতায় ডাকা সমাবেশে যোগ দিয়ে ওইভাবেই মোদির বিরুদ্ধে আঙুল তোলেন রাহুল।

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে রাহুল বলেন, এখন ভারতের মানুষ যেভাবে সিএএ বিরোধী হয়ে উঠেছে, তা দেখে এতটাই রেগে গেছেন প্রধানমন্ত্রী যে তিনি মহাত্মা গান্ধীজির মতবাদে বিশ্বাস রাখার মতো অবস্থায় নেই।

মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করে রাহুল বলেলেন, এমন একদিন ছিল যখন ভারতে জন্ম নেওয়া সর্বশ্রেষ্ঠ পুরুষদের একজনকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। ঘৃণায় গ্রাস করা এক ব্যক্তি তাঁকে আমাদের থেকে ছিনিয়ে নিয়ে গেছিল। নাথুরাম গডসে বেশ কয়েকবার মহাত্মা গান্ধীকে হত্যা করার চেষ্টা করেছিল। এবং সে এতে সফলও হয়। গডসে গান্ধীকে ঘৃণা করতো, কারণ গান্ধী সত্যের সন্ধানে ছিলেন।

তিনি আরও বলেন, বর্তমানে একজন অজ্ঞ, জ্ঞানহীন মানুষও এটিকে (সিএএ) চ্যালেঞ্জ জানাতে চাইছে। এইসব উপলব্ধি করে তিনি (নরেন্দ্র মোদি) এতটাই রেগে আছেন যে, তিনি বুঝতে পারছেন না ভারতের শক্তি ঠিক কী। আসলে তার মতাদর্শ আর গডসের মতাদর্শ একই। নরেন্দ্র মোদি এবং নাথুরাম গডসে একই মতাদর্শে বিশ্বাসী। সেখানে কোনো পার্থক্য নেই। অথচ নরেন্দ্র মোদি যে গডসের মতবাদে বিশ্বাসী এটা বলার মতো সৎ সাহসও নেই তার।

Bootstrap Image Preview