Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছেলের গান শুনে কাদলেন অপু বিশ্বাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২০, ০৬:২৩ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০২০, ০৬:২৩ PM

bdmorning Image Preview


সরস্বতীপূজা উপলক্ষে বুধবার বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনে এক অনুষ্ঠানের আয়োজন করেন অভিনেত্রী অপু বিশ্বাস। তাঁর আমন্ত্রণে হাজির শোবিজ অঙ্গন ও অপুর আত্মীয়-স্বজনের অনেকেই। অনুষ্ঠানে কণ্ঠশিল্পীরা যখন গাইছিলেন, আব্রাম খান জয় তা মনোযোগ দিয়ে শুনছিল। এক পর্যায়ে গেয়ে উঠল নিজেই। মাকে নিয়ে গাওয়া গানটি শুনে উপস্থিত অতিথিদের সামনে আবেগে কেঁদে ওঠেন অপু বিশ্বাস। মেয়ের কান্না দেখে কাঁদলেন অপুর মাও। সেই দৃশ্য ধারণ করে ফেসবুকে প্রকাশ করেন অভিনেত্রী তমা মির্জা।

মুহূর্তেই সেই ভিডিও অন্তর্জালে ভাইরাল। ঘটনার বর্ণনা দিলেন অপু নিজেই, “ও মনোযোগ দিয়ে গান শুনছিল। গায়িকা মমর হাতে মাইক্রোফোন, ও লক্ষ করল জয় কিছু একটা গাইছে, সঙ্গে সঙ্গে ওর সামনে মাইক্রোফোন ধরল। জয় আধো আধো বোলে গেয়ে শোনাল, ‘আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো/গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা।’ ওর গান শুনে আমি চোখের জল ধরে রাখতে পারিনি। ‘ও সোনা রে’ বলে ওকে জড়িয়ে ধরে চুমু খেয়েছি।”

শাকিব খান-অপু বিশ্বাস জুটির পুত্র জয় অন্তর্জালে বেশ জনপ্রিয়। ইন্টারন্যাশনাল স্কুলে প্লে গ্রুপে পড়ছে সে, বয়স তিন বছর চার মাস। এবারই প্রথম গান করেনি, আগেরবার গেয়েছিল মা-বাবাকে নিয়ে ইংরেজি গান—‘মাম্মি অ্যান্ড ড্যাডি আই লাভ ইউ/কাম টু মি হোয়েন আই কল ইউ।’ সেই গানের ভিডিওও ভাইরাল হয়েছিল। তবে এবারের ভিডিওটি কাঁদিয়েছে অনেককেই।

Bootstrap Image Preview