প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিষয়ে চূড়ান্ত ভোটের দিন ঠিক করেছে মার্কিন সিনেট। বুধবার (৫ জানুয়ারি) এ ভোট অনুষ্ঠিত হবে। মূলত ওই দিনই ট্রাম্প ক্ষমতায় থাকবেন না কি ছাড়বেন সে সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানায়, ট্রাম্পের অভিশংসন শুনানিতে নতুন কোনো সাক্ষী আনা ও প্রমাণ প্রদর্শনের ব্যাপারে শনিবার অনুমোদন দেয়নি সিনেট। তখন অভিশংসন বিষয়ে চূড়ান্ত ভোটের সময়ও নির্ধারণ করা হয়।
এদিকে ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে জানায়, ট্রাম্পের অভিশংসন বিষয়ে বোল্টনের মতো সাক্ষীদের তলব করা হবে কি না সে বিষয়ে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ভোটাভুটি হয়। এতে ৫১ রিপাবলিকান সিনেটর সাক্ষী হাজিরের বিপক্ষে ভোট দেন। অন্যদিকে ৪৭ ডেমোক্র্যাট সদস্যের পাশাপাশি তাদের সঙ্গে যোগ দেওয়া দুজন রিপাবলিকান সিনেটর সাক্ষী তলবের পক্ষে ভোট দেন।
সব মিলিয়ে সামান্য ব্যবধান রিপাবলিকানদের বিজয় হয়। সাক্ষী হাজিরের বিষয়টি নাকচ হয়ে যাওয়ার ফলে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বেশি বিব্রতকর অবস্থায় পড়া থেকে রক্ষা পেলেন। একই সঙ্গে এর মাধ্যমে তার অভিশংসন প্রক্রিয়ার চূড়ান্ত পরিণতিও স্পষ্ট হয়ে গেল।
বুধবার সিনেটে ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিষয়ে চূড়ান্ত ভোটাভুটিতে এই রিপাবলিকান ও ডেমোক্র্যাট সিনেটররাই ভোট দেবেন। ট্রাম্পকে অভিশংসন করে ক্ষমতাচ্যুত করার জন্য ডেমোক্র্যাটদের প্রয়োজন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। কিন্তু সেটা তারা পাবেনা বলেই মনে হচ্ছে। ফলে ক্ষমতায় থেকে যাবেন ট্রাম্প।