Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

খুব সুন্দর ভোট হয়েছে, ফলাফল যাই হোক মেনে নেব : তাপস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০২০, ০৫:৩২ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০২০, ০৫:৩২ PM

bdmorning Image Preview


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, ফলাফল যেটাই হোক সবাইকে তো সেটাই মেনে নিতে হবে। তবে আমি খুব আশাবাদী যে ঢাকাবাসী নৌকাতেই ভোট দিয়েছে।

আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তাপস বলেন, নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন কমিশন উপহার দিতে পেরেছে। ফলাফল যেটা হবে সেটা সকলকে মেনে নিতে হবে, আমিও মেনে নেবো। 

তিনি বলেন, প্রথমে বলি, এটা তো জাতীয় নির্বাচন না। তাই হয়তো আগ্রহ কম। যতটুকু তথ্য পেয়েছি, ওভারঅল ৪০ ভাগ ভোট পড়েছে।এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন আওয়ামী লীগের এ প্রার্থী।

Bootstrap Image Preview