Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উৎসবের ভোট এখন শঙ্কা ও প্রহসনে পরিণত হয়েছেঃ ভিপি নূর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০২০, ০৫:৩৫ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০২০, ০৫:৩৫ PM

bdmorning Image Preview


ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রতি জনগণের কখনোই আস্থা তৈরি হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।ঢাকার দুই সিটি নির্বাচনের ভোট নিয়ে শনিবার নিজের ফেসবুক পেজে এমন মন্তব্য করেন তিনি।

ভিপি নুর বলেন, ‘৩০ ডিসেম্বরের মধ্যরাতের ভোট ডাকাতির সরকারের প্রতি জনগণের আস্থা কখনোই তৈরি হবে না। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সেটি আমাদের চোখে আঙুল দিয়ে আরেকবার দেখিয়ে দিয়েছে।’

‘শত চেষ্টা করেও সরকার, নির্বাচন কমিশন জনগণকে ভোটদানে কেন্দ্রে নিতে পারেনি। যা স্পষ্টতই নির্বাচন কমিশন এবং সরকারের প্রতি জনগণের অনাস্থা এবং অবিশ্বাসের বহিঃপ্রকাশ।’

উৎসবের ভোট এখন শঙ্কা ও প্রহসনে পরিণত হয়েছে মন্তব্য করে ভিপি নুর বলেন, ‘এভাবেই কি চলবেই?’।

Bootstrap Image Preview