Bootstrap Image Preview
ঢাকা, ২০ বুধবার, আগষ্ট ২০২৫ | ৫ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চীনে থুতু ছিটিয়ে করোনা ভাইরাস ছড়ানোর চেষ্টা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০২০, ০৬:১২ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০২০, ০৬:১২ PM

bdmorning Image Preview


চীনের উহান শহরে থুতু ছিটিয়ে করোনা ভাইরাস ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ আনা হয়েছে। চীনের হুবেই প্রদেশের উহান শহরে বাস করা দক্ষিণ আফ্রিকার নাগরিক জেসিকা বেইলিং নামের এক নারী এই অভিযোগ করেছেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার এই তথ্য নিশ্চিত করেছেন।

দক্ষিণ আফ্রিকার নাগরিক জেসিকা বেইলিং জানায়, ভয়ে সে শুধু খাবার আনার জন্যই বাইরে যান এবং মাথা থেকে পা পর্যন্ত ঢেকে যান। জেসিকা বেইলিং বলেন, আমি একটি ভিডিওতে দেখেছি একজন ব্যক্তি লিফটের সবগুলো বোতামে থুতু দিচ্ছে। এ জন্য আমি আমি বাইরে যেতে খুব ভয় পাই। এছাড়াও আমি এমন কাহিনী শুনেছি যেখানে রোগীরা তাদের মাস্ক খুলে ডাক্তারদের মুখে থুতু ছিটিয়েছে যাতে করোনা ভাইরাস ছড়ায়।

তবে চীনের উহান প্রদেশে এই নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোন অভিযোগ পাওয়া যায়নি। করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ২৫৯ জনে দাঁড়িয়েছে।চীনে এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১১,৭৯১ জন।

Bootstrap Image Preview