Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে আ’লীগের নেতাকর্মীরা অত্যন্ত ধৈর্য ধরেছিল: আমু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০২০, ০৭:২৯ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০২০, ০৭:২৯ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, সিটি নির্বাচন নিয়ে বিএনপি আগে থেকেই অনেক কথা বলেছিল। অনেক কাল্পনিক অভিযোগ করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা অত্যন্ত ধৈর্য ধরেছিল, যে কারণে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে।

শনিবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সিটি নির্বাচন পরিবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। খবর বাসসের।

আমু বলেন, বিএনপি সিটি নির্বাচন নিয়ে আগে থেকেই কাল্পনিক নানা অভিযোগ করেছিল। কিন্তু ঢাকাবাসী অত্যন্ত আনন্দ সহকারে নির্বাচনে অংশগ্রহণ করেছে। সিটি নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, বিএনপি নেতারা নির্বাচনকে কেন্দ্র করে যে সব বক্তব্য দিয়েছিল তা এখন ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। যখন কোনো নির্বাচন আসে বিএনপি আগে থেকেই নানা অভিযোগ শুরু করে, কিন্তু বাস্তবে দেখা যায় কোনো কথাই মেলে না।

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য আমির হোসেন আমু নির্বাচন কমিশন, শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

Bootstrap Image Preview