Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার সময় মঞ্চ ভেঙে পড়ে গেলেন আল্লামা শফী ও বাবুনগরী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০২০, ০৮:৩৪ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০২০, ০৮:৩৪ PM

bdmorning Image Preview


কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে আয়োজিত একটি সম্মেলনের মঞ্চ আকস্মিকভাবে ভেঙে পড়েছে। এসময় মঞ্চে থাকা হেফাজত ইসলামের আমির আল্লামা শফী ও জুনায়েদ বাবুনগরীসহ অন্যরা পড়ে যান।

শনিবার বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সম্মেলন চলাকালে এ ঘটনা ঘটে।জানা যায়, জেলার কেন্দ্রীয় ঈদগাহে সম্মেলন চলাকালে মঞ্চের পেছনের অংশ ভেঙ্গে গেলে সেখানে হুড়োহুড়ি শুরু হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রধান অতিথি হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীসহ অন্যরা অক্ষত রয়েছেন। পরে ভাঙা মঞ্চেই আলোচনা শুরু হয়।অনুষ্ঠানের সমন্বয়ক হেফাজত ইসলামের নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান জানান, মঞ্চে অতিরিক্ত লোক হওয়ায় আকস্মিকভাবে মঞ্চের পেছনের অংশ ভেঙে মাটিতে নেমে আসে। তবে আল্লামা আহমদ শফিসহ কেউ হতাহত হয়নি।

এর আগে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে সকাল থেকেই সমাবেশের কার্যক্রম শুরু হয়। সকালে হাজার হাজার মুসল্লির ঢল নামে সেখানে। জোহরের নামাজের পর থেকে মুসল্লিদের ঢল হাজার পেরিয়ে লাখে গিয়ে দাঁড়ায় যা এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়।

এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ পাগলা সড়কে মুসল্লিরা রাস্তায় অবস্থান নেয়। এতে করে শহরসহ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এবং ঢাকা-নারায়ণগঞ্জ পাগল সড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়।

Bootstrap Image Preview