Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢিলেঢালাভাবে চলছে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০২০, ০৯:৩২ AM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০২০, ০৯:৩২ AM

bdmorning Image Preview


আজ সকাল ৬টায় শুরু হওয়া বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে ঢিলেঢালাভাবে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন রাস্তায় গণপরিবহন চলতে দেখা গেছে। তবে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল কিছুটা কম থাকায় রাস্তা কিছুটা ফাঁকা রয়েছে। সড়কে গাড়িবহর নিয়ে টহল দিতে দেখা গেছে র‌্যাব ও পুলিশ সদস্যদের।

গতকাল শনিবার ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে রবিবার রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে বিএনপি।

এদিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে হরতালের সমর্থনে এবং সরকারের বিপক্ষে নানা স্লোগান দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ বেশ কিছু নেতা-কর্মী। এছাড়া রাজধানীর কোথাও বিএনপির নেতাকর্মীদের হরতালের সমর্থনে রাস্তায় পাওয়া যায়নি।

হরতাল শুরুর আগে গতকালই হরতালে গাড়ি চালানোর ঘোষণা দেয় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সে অনুযায়ী আজ সকালে রাজধানীতে বিভিন্ন রুটে মিনিবাস চলাচল করতে দেখা গেছে।

আজ হরতালের শুরুতে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন চলতে দেখা গেছে। অফিসগামী মানুষেরা চলাচল করছে বিভিন্ন রাস্তায়।

রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে আইনশৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা। এছাড়া বেশ কয়েকটি টহল দলেরও দেখা মিলেছে।

রাজধানীর বিভিন্ন রাস্তায় আজ সকাল ৭টার পরে দেখা যায়, মিনিবাস, রিকশা ও সিএনজি চলছে স্বাভাবিকভাবেই। তবে সপ্তাহের অন্য দিনের তুলনায় বেশ কম চলছে প্রাইভেটকার।

Bootstrap Image Preview