চীন থেকে ছড়িয়ে পড়া নোভেল করোনাভাইরাস নিয়ে আতঙ্কে ছিল ভারত। সেই আশঙ্কা সত্যি করে করোনাভাইরাসে দেশের দ্বিতীয় আক্রান্তের খবর মিলল কেরালায়। এর আগে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত একজন কেরালাতেই শনাক্ত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, নোভেল করোনাভাইরাসে আক্রান্ত সম্প্রতি একজন চীন থেকে ভারত এসেছেন। এরপর তার দেহে এই ভাইরাসের উপসর্গ পাওয়া যায়। তাকে কেরালার একটি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। আপাতত তার অবস্থা স্থিতিশীল। হাসপাতালের অন্যান্য রোগীর থেকে তাকে দূরে রাখা হয়েছে। তবে আক্রান্তের নাম প্রকাশ করা হয়নি।
এর আগে নোভেল করোনায় আক্রান্ত হয়ে চীনের উহান থেকে ফিরে আসেন এক তরুণী। চীনফেরত ওই তরুণীকে কেরালার হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্তের খোঁজ মেলার পরে রোগ প্রতিরোধের প্রস্তুতি নিয়ে বৈঠক করেন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা।
এদিকে, চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩০৪ জন মারা গেছেন। এ ছাড়া আক্রান্তের সংখ্যাও বেড়ে ১৪ হাজার ৩০৮ জনে পৌঁছেছে বলে জানিয়েছে চীনের স্বাস্থ্য কমিশন।