সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসচাপায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালককে আটক করা যায়নি।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকার জাতীয় স্মৃতিসৌধের ৩ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার নাগরপুর থানার আউকপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে জুয়েল রানা (২৫) এবং নড়াইল জেলার লোহাগড়া থানার দানাইদ গ্রামের আরোজ মোল্লার মেয়ে মালেকা (২২) ও তার ৩ বছরের মেয়ে ফাতেমা।
পুলিশ জানায়, সকালে বাড়ি যাওয়ার জন্য রিকশায় করে নবীনগর বাস টিকেট কাউন্টারে যাওয়ার সময় গাজীপুর থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী কাবা পরিবহন তাদের ধাক্কা দেয়। এ সময় রিকশা থেকে চালকসহ যাত্রী মালেকা ও তার মেয়ে ছিটকে পড়ে যায়। পড়ে ওই পরিবহনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যায়।
আশুলিয়া থানার উপপরিদর্শক নুরুল হুদা ভূঁইয়া জানান, ঘাতক বাসটি জব্দ করা হলেও এর চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।