ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রবিবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নির্বাচনোত্তর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, ঢাকায় তিন কারণে ভোটাররা ভোট দিতে যাননি। প্রথমত তিন দিনের টানা ছুটি, দ্বিতীয়ত ইভিএম নিয়ে বিএনপির নেতিবাচক প্রচারণা এবং তারা নির্বাচনকে তাদের আন্দোলনের অংশ হিসেবে নেওয়া।
তথ্যমন্ত্রী বলেন, এবারের নির্বাচন ঢাকার ইতিহাসে সুন্দর, শান্তিপূর্ণ ও একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও এবং কোনো কেন্দ্রে গোলযোগ ও বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি বলেন, সিটি নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। আর নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা রবিবারের হরতালে জনগণ সাড়া না দিয়ে তাদের অভিযোগগুলোও প্রত্যাখ্যান করেছে।