Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্মৃতি হারাতে পারে ইরানি হামলায় আহত মার্কিন সেনারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০২০, ০৩:৫৭ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০২০, ০৩:৫৭ PM

bdmorning Image Preview


ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ৬৪ জন সেনা আহতের খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ৩৯ সেনাকে চিকিৎসার পর কাজে ফেরত পাঠানো হয়েছে। কিন্তু বাকিরা এখনো চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে অনেকেই স্মৃতি হারিয়ে ফেলতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন সামরিক সংবাদমাধ্যম স্টার্স অ্যান্ড স্ট্রাইপস জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৬৪ জন সেনা আহত হয়েছেন। এদের সবার মস্তিষ্কে ক্ষত দেখা দিয়েছে, মেডিকেলের ভাষায় যাকে বলে ট্রমাটিক ব্রেইন ইঞ্জুরি (টিবিআই)। ৩৯ জন এরই মধ্যে কাজে যোগ দিয়েছেন। তবে বাকিদের চিকিৎসা চলছে।

এ সম্পর্কে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা মার্ক মিলে বলেন, যে কারও শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মস্তিষ্ক। এটি আঘাতপ্রাপ্ত হলে বাইরে থেকে বোঝা যায় না। মস্তিষ্কে আঘাত সামান্যও হতে পারে, আবার মারাত্মকও হতে পারে। এটি নির্ভর করে সেনারা কেমন হামলার মুখে পড়েছিল তার ওপর।

মার্কিন সেনাদের আহত হওয়ার খবর প্রকাশের পর কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি শুনেছি তাদের মাথাব্যথা ও অন্য কিছু সমস্যা দেখা দিয়েছে। আমি সেগুলোকে গুরুতর কিছু মনে করি না।

ট্রাম্পের এমন মন্তব্যের সমালোচনা করেছেন অনেকেই। এমনকি মার্কিন সেনাদের সংগঠন ভেটেরান্স অব ফরেইন ওয়ার্স (ভিএফডব্লিউ) ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেছে। তারা বলছে, মার্কিন প্রেসিডেন্টের এজন্য ক্ষমা চাওয়া উচিত।

মার্কিন সেনাদের অবস্থা বর্ণনা করতে গিয়ে দেশটির শীর্ষ আরেক সামরিক কর্মকর্তা উইলিয়াম সেমিজ বলেন, ট্রমাটিক ব্রেইন ইনজুরি (টিবিআই) মারাত্মক একটি চোট। এটাকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই। টিবিআইয়ের কারণে ভয়ংকর মাথাব্যথা, হতাশা কিংবা অন্য অনেক সমস্যা দিতে পারে। এমনকি স্মৃতিও হারাতে পারে কেউ কেউ। এছাড়া স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদি অনেক সমস্যা তো রয়েছেই।

প্রসঙ্গত, কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে গত ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে ওই ঘাঁটি লন্ডভন্ড হয়ে যায়।

Bootstrap Image Preview