Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আমরা জঙ্গিদের বিরিয়ানি না, গুলি খাওয়াচ্ছি : যোগী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০২০, ০৫:২২ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০২০, ০৫:২২ PM

bdmorning Image Preview


দিল্লি বিধানসভা ভোটের এক সপ্তাহ আগে সে রাজ্যে নির্বাচনী প্রচার করলেন যোগী আদিত্য নাথ। শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী প্রথমবার দিল্লির ভোটে বিজেপির হয়ে প্রচার করেছেন। সেই প্রচার কর্মসূচি থেকে তিনি সিএএ-বিরোধীদের তীব্র কটাক্ষ করেন। সমালোচনার সুরে বিদ্ধ করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।

দিল্লি সরকারের প্রশাসনিক অক্ষমতার প্রসঙ্গও তুলে ধরতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘বিআইএস সমীক্ষা বলছে, দিল্লি সরকার জনগণকে শুদ্ধ পানীয় জল সরবরাহ করতে পারেনি। দিল্লিবাসী দূষিত জল পান করছে। আর এদিকে মুখ্যমন্ত্রী শাহিনবাগের প্রতিবাদীদের বিরিয়ানি খাওয়াচ্ছেন। সে রাজ্যের সর্বত্র যেখানে সিএএ-বিরোধী সভা, সেখানেই চলছে বিরিয়ানি উৎসব।

নরেন্দ্র মোদির প্রশংসা করতে গিয়ে ওই মুখ্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি নির্বাচিত হয়ে আসার পর থেকেই আমরা জঙ্গিদের বিরিয়ানি না, গুলি খাওয়াচ্ছি।

শনিবার যোগী আদিত্য নাথ দিল্লিতে চারটি নির্বাচনীসভা করেছেন। প্রত্যেক সভা থেকেই তিনি বিরোধী কংগ্রেস এবং আম আদমি পার্টিকে তুলোধোনা করেছেন। তার অভিযোগ, ‘আগে সেনাবাহিনীর দিকে পাথর ছুঁড়লে টাকা পাওয়া যেত। উপত্যকা থেকে ৩৭০ ধারা উঠে যাওয়ার পর সেই কৌশল বন্ধ হয়ে গেছে। তবে সেই পাথরবাজদের সমর্থন করতেন কংগ্রেস এবং অরবিন্দ কেজরিওয়াল। এখন সেনাবাহিনী জঙ্গিদের নরকে পাঠাচ্ছে গুলি মেরে। কংগ্রেস আর কেজরিয়াল ওদের বিরিয়ানি খাওয়াতে পারে কিন্তু আমরা বুলেট খাওয়াচ্ছি।’

Bootstrap Image Preview