Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মুসলিম ছেলেকে বিয়ে, নিজের মেয়েকে বিল গেটসের অভিনন্দন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০২০, ০৫:২৬ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০২০, ০৫:২৬ PM

bdmorning Image Preview


বিশ্বের অন্যতম ধনী বিল গেটসের মেয়ে জেনিফার বিয়ে করতে চলেছেন। পাত্র এক মিসরীয় মুসলিম তরুণ। তার নাম নায়েল নাসের।সম্প্রতি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে বিয়ের ঘোষণা দেন জেনিফার। সেই সঙ্গে দীর্ঘদিনের বয়ফ্রেন্ড নায়েলের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন তিনি।

এদিকে জেনিফার ইনস্টাগ্রামে বিয়ের ঘোষণা দিতেই প্রতিক্রিয়া দিতে সময় নেননি বিল গেটস। মেয়ে জেনিফার ও হবু জামাইয়ের সম্পর্ক মেনে নিয়েছেন। বিষয়টি নিয়ে মেয়ে ও নায়েলকে অভিনন্দন জানিয়েছেন টুইটবার্তায়।

যদিও নায়েল ও জেনিফার কবে বিয়ে করবেন, সে সম্পর্কে কিছু জানা যায়নি। জানা গেছে, নায়েলের জন্ম যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে। তবে বেড়ে ওঠা কুয়েতে। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জেনিফার গেটসের সঙ্গে তার পরিচয় হয়। নাসেরের সঙ্গে জেনিফার গেটসের এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে। এখন কেবল বিয়ের অপেক্ষা।

Bootstrap Image Preview