Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সমালোচিত সেই ‘বিশ্ব হিন্দু মহাসভা’র সভাপতিকে গুলি করে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০২০, ০৫:৩৯ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০২০, ০৫:৩৯ PM

bdmorning Image Preview


প্রাতঃভ্রমণে বেরিয়ে আততায়ীদের গুলিতে নিহত হয়েছেন ভারতের উত্তরপ্রদেশে ‘বিশ্ব হিন্দু মহাসভা’ নামে একটি সংগঠনের সভাপতি রঞ্জিত বচ্চন।বাইক আরোহী কয়েকজন দুর্বত্ত হিন্দু মহাসভা নেতার মাথায় একের পর এক গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর আনন্দবাজার। রোববার সকালে লখনৌয়ের কেন্দ্রস্থলে হজরতগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশের বরাতে খবরে বলা হয়, সিডিআরআই ভবনের কাছে রঞ্জিত তার ভাইকে নিয়ে বেরিয়েছিলেন প্রাতঃভ্রমণে। ওই সময় বাইকে চেপে আসে আততায়ীরা। রঞ্জিতের মাথা লক্ষ্য করে তারা একের পর এক গুলি চালায়।

এসময় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রঞ্জিত। বুলেটবিদ্ধ হন তার ভাইও। আশঙ্কাজনক অবস্থায় রঞ্জিতের ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।গোরক্ষপুরের বাসিন্দা রঞ্জিত আগে ছিলেন সমাজবাদী পার্টির নেতা। এক সময় উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদবের খুব ঘনিষ্ঠ ছিলেন রঞ্জিত। পরে তিনি যোগ দেন বিশ্ব হিন্দু মহাসভায়।

মধ্য লখনৌ পুলিশের ডেপুটি কমিশনার দীনেশ সিংহ বলেছেন, ‘ঘটনার তদন্তে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। আততায়ীদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করা হবে।’

Bootstrap Image Preview