Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীর চাটখিলে ১২ হাজার পিস ইয়াবাসহ আটক দুই যুবক

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০২০, ০৫:৫৬ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০২০, ০৫:৫৬ PM

bdmorning Image Preview


নোয়াখালীর চাটখিলে পুলিশ ১২ হাজার পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানা পুলিশ রোববার ভোরে পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, আজিজ করিম (৩৩) ও হামিদুল হক (৩১)।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান। এ বিষয়ে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা গোপন সূত্রে খবর পেয়ে তাদের আটক করতে সক্ষম হয়েছি।

প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview