Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে রেলওয়ে বস্তিতে ভয়াবহ আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০২০, ১০:০৮ AM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০২০, ১০:০৮ AM

bdmorning Image Preview


চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট এলাকার রেলওয়ে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বস্তির প্রায় দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৫টা ১০ মিনিটে ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়। সকাল সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর সোয়া ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে চারটি ইউনিটের ১৪টি গাড়ি ঘটনাস্থলে যায়। সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ধারণা করা হচ্ছে, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই শতাধিক পরিবার। খোলা আকাশের নিচে অবস্থান করছে নারী-শিশুসহ হাজারো মানুষ। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Bootstrap Image Preview