Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মুস্তাফিজকে নিয়ে যা বললেন হাবিবুল বাশার 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০২০, ১০:১২ AM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০২০, ১০:১২ AM

bdmorning Image Preview


পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বিসিবি ঘোষিত দলে সুযোগ হয়নি মুস্তাফিজের। বড় ফরম্যাটে খারাপ ফর্মের কারনেই সুযোগ হয়নি তার। ২০১৫ সালে অভিষেকের পর এই প্রথম অফ-ফর্মের কারনে দল থেকে বাদ পড়লেন ফিজ।

তবে ‘বাদ’ কথাটির সাথে মুস্তাফিজকে মেলাতে চান না সুমন। চলমান বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) নিজের বোলিং দক্ষতা উন্নতির জন্য সুযোগ পাচ্ছেন মুস্তাফিজ।

মুস্তাফিজের প্রসঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘আমি বলব না, তাকে বাদ দেয়া হয়েছে। আমি এটিও বলবো না, সে বিশ্রাম পেয়েছেন। যেহেতু প্রথম শ্রেনির ক্রিকেট চলছে, আমরা মনে করি- নিজের ভুলগুলো শুধরানোর জন্য কাজ করবেন ফিজ। আমি আশা করছি, সে ভালোভাবেই ফিরে আসবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা মুস্তাফিজকে নিয়ে উদ্বিগ্ন নই। কোন খেলোয়াড় সব সময় ফর্মে থাকতে পারে না। বর্তমানে সে ইনফর্মে নেই। কিন্তু আমি সব সময় বলি, সে আমাদের অন্যতম সেরা বোলার। তার যথেষ্ট সময় আছে এবং আমি মনে করি, তাকে যদি কিছু সময় দেয়া যায় এবং সঠিকভাবে কাজ করতে পারে তবে সে ভালোভাaবে ফিরে আসবে। সে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’

প্রথম শ্রেনির ক্রিকেটে সে উন্নতি করতে পারবে বলে জানান সুমন, ‘তার বোলিং উন্নতির জন্য তাকে সময় দিয়েছি। প্রথম শ্রেনির ক্রিকেট চলছে। আমরা মনে করি, ফর্মে ফেরার জন্য বিসিএলই সেরা প্লাটফর্ম।’

সেন্ট্রাল জোনের হয়ে বিসিএল খেলছেন মুস্তাফিজ। ইস্ট জোনের বিপক্ষে চলমান ম্যাচের প্রথম ইনিংসে ২৫ ওভারে ১০৬ রান দিয়ে উইকেটশুন্য ছিলেন ফিজ।

Bootstrap Image Preview