Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নদীর পানিতে দাউ দাউ করে জ্বলছে আগুন!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ১১:০১ AM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ১১:০১ AM

bdmorning Image Preview


ভারতের আসামের দিবরুগড় জেলার নহরকাটিয়া শহরের বুড়ি দিহিং নদীতে তেলের পাইপ লাইন ফেটে দাউ দাউ করে জ্বলছে আগুন। গত দুদিন ধরে জ্বলা এই আগুন এখনও নেভেনি। ফলে নদী এলাকার আশপাশ ভরে যাচ্ছে কালো ধোঁয়ায়।

অয়েল ইন্ডিয়া কর্তৃপক্ষের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, বুড়ি দিহিং নদীর ভেতর দিয়ে টানা অপরিশোধিত তেলের পাইপ লাইন ফেটে যাওয়ায় এ ঘটনা ঘটেছে।

আসামের বিভিন্ন অয়েল ইন্ডিয়ার পাম্পে তেল যায় এই পাইপ লাইনের মাধ্যমে। সেখানে ‘বিরল যান্ত্রিক ত্রুটি’র কারণেই এই ‘লিকেজ’ ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষজ্ঞ দল পৌঁছেছে সেখানে।

কর্তৃপক্ষের দাবি, পাইপলাইন থেকে তেল পানিতে ছড়িয়ে পড়ার পর কেউ তাতে আগুন জ্বালিয়ে দিয়েছিল। তবে স্থানীয়দের অভিযোগ, নদীর ওপর আগুন জ্বলার ব্যাপারে জানালেও দ্রুত ব্যবস্থা গ্রহণ করেনি জেলা প্রশাসন।

আগুনে কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও সেখানকার প্রাণ-প্রকৃতির ব্যাপক ক্ষতি হয়েছে খবরে বলা হয়েছে।

ওয়েল ইন্ডিয়ার করপোরেট কমিউনিকেশন বিভাগের সিনিয়র ম্যানেজার ত্রিদিব হাজারিকা জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে পাইপের তেল ট্যাঙ্কে প্রবেশ করতে পারেনি। ফলে অতিরিক্ত তেলের চাপে পরিবহন পাইপ ফেটে গেছে।

Bootstrap Image Preview