Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মুশফিক টেস্টের জন্য অপরিহার্য ক্রিকেটারঃ ডমিঙ্গো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ১১:৪৮ AM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ১১:৪৮ AM

bdmorning Image Preview


নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান যাননি মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে দলের বাইরে থাকতে পারেন এই উইকেটরক্ষক। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও মুশফিকের থাকা না থাকা নিয়ে খোলামেলা কিছু বলেননি সংবাদ সম্মেলনে।

চলতি সপ্তাহে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট। এরপর আবারও এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট। 

টানা তিন টেস্টের জন্য স্কোয়াডে পরিবর্তন আনার ব্যাপারে বেশি আগ্রহী নন কোচ ডমিঙ্গো। নিজেই জানিয়েছেন, ব্যাটিং লাইন-আপ ঠিক করা। মাঝে জিম্বাবুয়ের বিপক্ষে এক টেস্টের জন্য তাই মুশফিক থাকছেন কিনা সেটা পরিষ্কার করেননি ডমিঙ্গো।

প্রোটিয়া এই কোচ বলেন, `আমাদের মনে রাখতে হবে যে, মুশফিক সবশেষ ম্যাচে রান পেয়েছে। আবার একই সঙ্গে আমাদের এটাও বিবেচনা করতে হবে যে, একটা ব্যাটিং লাইনআপ ঠিক করা।'

`এক ম্যাচের জন্য এর পরিবর্তন করা আবার তৃতীয় টেস্টের জন্য পরিবর্তন করা…। আমি ছেলেদের টানা খেলার সুযোগ দিতে চাই, আবার আমাদের এটাও বিবেচনায় রাখতে হবে যে, ভারতে মুশফিক ছিল আমাদের সেরা খেলোয়াড়।' ডমিঙ্গো আরও যোগ করেন।

পাকিস্তানের বিপক্ষে মুশফিকের না খেলায় খানিকটা হতাশ মমিনুল হক। টেস্ট অধিনায়ক জানিয়েছেন, তার দলে না থাকা বড় ক্ষতি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিককে পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

মমিনুল বলেন, `দেখেন এটাতো বলার অপেক্ষা রাখেনা আপনারাও জানেন, আমি জানি, সারাদেশ জানে, ক্রিকেট বিশ্বও জানে। মুশফিক ভাইয়ের মত একজন ব্যাটসম্যান না খেলা মানেতো যেকোন দলই মিস করবে। এটা ক্যাপ্টেন ও দলের সবার জন্য বড় একটা লস। এটাও বলার অপেক্ষা রাখেনা উনি যদি ফিট থাকে অবশ্যই খেলবে (জিম্বাবুয়ের বিপক্ষে)।'

Bootstrap Image Preview