ভারতের কেরালা রাজ্যের কাসারগড় এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত তৃতীয় রোগীকে শনাক্ত করা হয়েছে। যার প্রেক্ষিতে রাজ্যটিকে একটি বিপর্যস্ত অঞ্চল হিসেবে ঘোষণা দিয়েছে স্থানীয় সরকার। খবর আনন্দবাজার পত্রিকার।
সোমবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা বলেছেন, মহামারি এই ভাইরাসে আক্রান্ত রোগীদের এরই মধ্যে হাসপাতালের ‘আইসোলেশন ওয়ার্ডে’ রাখা হয়েছে। তাই এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। কেননা আক্রান্তদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
চিকিৎসকদের মতে, কেরালায় এখন পর্যন্ত ১৭ জনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাছাড়া কোট্টায়ামের বাসিন্দা আরও দুই জনকে সংক্রমণের আশঙ্কায় সরকারি হাসপাতালের ‘আইসোলেশন ওয়ার্ডে’ পাঠানো হয়েছে।
মূলত রুটিন পরীক্ষার সময়ে সেই দুইজনের শরীরে ভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় স্বাস্থ্য কর্মীরা তাদের হাসপাতালে পাঠান। সম্প্রতি ওই দুইজন চীন থেকে ভারতে ফিরেছিলেন।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হর্ষ বর্ধন বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও বিষয়টি পর্যবেক্ষণ করছেন। তাছাড়া আমরা সর্বক্ষণ কেরালার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছি।