Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ১২:১১ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ১২:১১ PM

bdmorning Image Preview


চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এখন হাড় কাঁপানো শীত। বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। দুই দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে এখানে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি)  ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

শ্রীমঙ্গলে আবহাওয়া কার্যালয়ের আবহাওয়া সহকারী মো. জাহেদুল ইসলাম মাসুম বলেন, ‘মঙ্গলবার সকাল ৯টায় উপজেলায় তাপামাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটিই সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা। আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।’ 

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থসারথি দত্ত কাননগো বলেন, ‘হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাই বেশি। এই তীব্র শীতে বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা বেশি এফেকটেড। তাই তাদের ব্যাপারে বিশেষ যত্ন নিতে হবে। এই সময়ে ডায়রিয়ার প্রকোপ বেশি দেখা দেয়। তাই ঘরের খাবার ছাড়া বাইরের খাবার বা খোলা খাবারের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

Bootstrap Image Preview