টি-টোয়েন্টিতে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ভারত। তবে ওয়ানডে সিরিজ শুরুর আগে বড়সড় এক দুঃসংবাদই পেয়েছে তারা। পায়ের পেশির ইনজুরিতে ওয়ানডে ও টেস্ট সিরিজ থেকে বাদ পড়ে গিয়েছেন দলের তারকা ওপেনার রোহিত শর্মা।
তবে শুধু ভারতই নয়, ওয়ানডে সিরিজের আগে নেতিবাচক খবর পেয়েছে নিউজিল্যান্ডও। টি-টোয়েন্টি সিরিজে পাওয়া কাঁধের ইনজুরির কারণে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। এর আগে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচেও খেলা হয়নি।
যার ফলে বাধ্য হয়েই ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে প্রথম দুই ম্যাচে পরিবর্তন আনতে হয়েছে কিউইদের। অধিনায়ক কেন উইলিয়ামসনের পরিবর্তে নেয়া হয়েছে হংকংয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ২৫ বছর বয়সী অলরাউন্ডার মার্ক চ্যাপম্যানকে। আর এ দুই ম্যাচে অধিনায়কত্ব করবেন টম লাথাম।
আন্তর্জাতিক ক্রিকেটে হংকংয়ের হয়ে যাত্রা শুরু করলেও, ২০১৮ সালের শুরুতেই নিউজিল্যান্ডে পাড়ি জমিয়েছেন চ্যাপম্যান। সে বছরই নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে ফেলেছেন তিনি। তবে আহামরি পারফর্ম করতে পারেননি এ বাঁহাতি ব্যাটিং অলরাউন্ডার। তবে ভারতীয় 'এ' দলের বিপক্ষে শেষ দুই ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৫ ওয়ানডে ও ২৪ টি-টোয়েন্টি খেলেছেন চ্যাপম্যান। এর মধ্যে হংকংয়ের জার্সিতে ২ ওয়ানডে, ১৯ টি-টোয়েন্টি এবং নিউজিল্যান্ডের হয়ে ৩ ওয়ানডের পাশাপাশি ৫ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড স্কোয়াডহ্যামিশ বেনেট, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, মার্ক চ্যাপম্যান, কাইল জেমিসন, স্কট কুগলেন, টম লাথাম, জিমি নিশাল, হেনরি নিকলস, ইশ সোধি, মিচেল স্যান্টনার, টিম সাউদি এবং রস টেলর।