Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দুই ভাগে পাকিস্তানে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ০৩:০২ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ০৩:০২ PM

bdmorning Image Preview


আগেই জানা, এবার আর চাটার্ড ফ্লাইটে নয়, ভেঙে ভেঙে কাতার হয়ে পরে পাকিস্তানে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যে কারণে আড়াই-তিন ঘণ্টার বদলে প্রায় ১২ ঘণ্টা লেগে যাবে টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডিতে পৌঁছতে।

জানা ছিলো, আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কাতারের উদ্দেশ্যে দেশ ছাড়বে জাতীয় দলের বহর। এ তথ্য সত্য। জাতীয় দলের বড় অংশটা দেশ ছাড়বে কাতার এয়ারওয়েজের ৬টা ৫০ মিনিটের ফ্লাইটেই।

তবে টিকিট সংকটের কারণে, জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমনসহ টিম ম্যানেজম্যান্টের পাঁচজন রওয়ানা হবেন এক ঘণ্টা আগে। অর্থাৎ হাবিবুল বাশারসহ পাঁচজন যাবে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের ফ্লাইটে। বাকিরা ঠিক ৬টা ৫০ মিনিটেই দেশ ছাড়বেন সপ্তাহদেড়েকের জন্য।

আজ সকালে হাবিবুল বাশার জানিয়েছেন, ঢাকা-দোহা (কাতারের রাজধানী) ফ্লাইটে একসঙ্গে পুরো দলের (কোচিং স্টাফ ও টিম ম্যানেজম্যান্টসহ) টিকিট পাওয়া যায়নি। তাই দুই ভাগে বিভক্ত হয়ে ঢাকা থেকে দোহা যাবে জাতীয় দলের বহর। কাতারের রাজধানীতে কয়েক ঘণ্টার বিরতি শেষে, দোহা থেকে ইসলামাবাদ আবার একসঙ্গেই যাবে পুরো দল।

পরে ইসলামাবাদ থেকে ঘণ্টাখানেকের পথ পেরিয়ে টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডিতে পৌঁছাবে জাতীয় দল। সবমিলিয়ে প্রায় ১১-১২ ঘণ্টার দীর্ঘভ্রমণ শেষে বাংলাদেশ সময় বুধবার ভোরে গিয়ে ম্যাচের ভেন্যুতে পৌঁছাবে মুমিনুল হকের দল। সেখানে বিকালের সেশনে অনুশীলন করার কথা রয়েছে টাইগারদের। এরপর বৃহস্পতিবারে হবে পুরোদমের অনুশীলন।

উল্লেখ্য, পাকিস্তানে সবশেষ ১৭ বছর আগে টেস্ট খেলেছে বাংলাদেশ দল। খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে তিন ম্যাচের টেস্ট সিরিজে করাচি, পেশোয়ার ও মুলতানে খেলেছিল টাইগাররা। এর মধ্যে মুলতানে জয়ের খুব কাছে গিয়েও শূন্য হাতে ফিরতে হয়েছিল বাংলাদেশকে।

Bootstrap Image Preview