Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রস্তুতি ম্যাচ না থাকাই আক্ষেপে পুড়ছে ডমিঙ্গো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ০৩:৩০ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ০৩:৩০ PM

bdmorning Image Preview


ভারতের বিপক্ষে দুই টেস্টে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। বিরাট কোহলিদের বিপক্ষে সিরিজ শুরুর আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পায়নি বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও একই অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ না খেলে টেস্ট খেলতে নামাকে আদর্শ মনে করেন না বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তাই তিনি আক্ষেপ করেছেন।

তিনি বলেছেন, ‘এটা আদর্শ হতে পারে না। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে টেস্ট খেলার অন্তত সাত-আট দিন আগে সফরে যাওয়া উচিত। প্রস্তুতি ম্যাচ খেলা, দুইদিন অনুশীলনের সুযোগ। সাধারণত এটাই আদর্শ টেস্টের আগে।’

রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলতে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। বুধবার সকালে তাঁদের পৌঁছানোর কথা রয়েছে পাকিস্তানে। এরপর বৃহস্পতিবার অনুশীলন করে শুক্রবার টেস্ট খেলতে নেমে যাবে বাংলাদেশ। যদিও এটাকে টেস্ট ম্যাচের প্রস্তুতি বলতেই নারাজ ডমিঙ্গো।

বাংলাদেশের এই কোচের ভাষ্যমতে, ‘কিন্তু পাকিস্তানে গিয়ে কিছুটা অনুশীলন করেই টেস্ট খেলতে নেমে পড়তে হবে। আমরা বুধবার সকালে পাকিস্তান পৌঁছাব, বৃহস্পতিবার অনুশীলন, শুক্রবার ম্যাচ। এটা আসলে ভালো প্রস্তুতি হতে পারে না।’
 

Bootstrap Image Preview