Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অতীত ভুলে নতুন করে খেলতে বললেন হাবিবুল বাশার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ০৫:১৭ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ১০:৩২ PM

bdmorning Image Preview


মুলতান টেস্টে পরাজয়ের স্মৃতি ভুলে এবার হাসিমুখে দেশে ফিরতে চান হাবিবুল বাশার। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিণ্ডি টেস্টে খেলতে এরই মধ্যে দেশ ছেড়েছে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ। 

পাকিস্তানের উদ্দেশে যাত্রা করার আগে সাবেক অধিনায়ক এবং জাতীয় দলের বর্তমান নির্বাচক হাবিবুল বাশার জানান এবারের সফরে ভালো ফলাফল বয়ে আনতে চায় বাংলাদেশ। বিশেষ করে ২০০৩ সালের মুলতান টেস্ট যেন আবারো ফিরে না আসে সেই প্রত্যাশা তাঁর।  

২০০৩ সালের ৬ সেপ্টেম্বর মুলতানে পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয় বঞ্চিত হয় বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে চতুর্থ ইনিংসে জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য ছিল ২৬১ রান, হাতে সময় প্রায় আড়াই দিন।

এই লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৩ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। ঠিক তখনই টেইলএন্ডারদের নিয়ে শুরু হয় অধিনায়ক ইনজামাম-উল হকের লড়াই। বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের পথে একাই কাঁটা হয়ে দাঁড়ান তিনি। অপরাজিত ১৩৮ রানের অনবদ্য একটি ইনিংস খেলে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন ইনজামাম। 

দুঃসহ সেই হারের স্মৃতিচারণ করে সেই ম্যাচের বাংলাদেশ দলে থাকা বাশার বলেন,  'মুলতানের কষ্ট ভুলে এবার হাসি মুখে ফিরতে চাই। পাকিস্তানে খেলা অনেক বেশি চ্যালেঞ্জিং অবশ্যই। আমরা যখন গিয়েছিলাম সেটা তো অনেক আগে। তখনকার পাকিস্তান এমন ছিল না, আমাদের দলটিও এখনকার মতো ছিল না। এখন অনেক শক্তিশালী আমাদের দল। পাকিস্তান নিজেদের মাটিতে অনেক শক্তিশালী প্রতিপক্ষ।'

গত কয়েকটি টেস্টে নিজেদের সামর্থ্যের জানান দিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তাই পাকিস্তানের বিপক্ষে নতুন করে শুরু করতে চায় তারা। আর সেই লক্ষ্য নিয়েই দেশ ছেড়েছে মুমিনুলবাহিনী।

বাশারের ভাষ্যমতে, 'আমরা সম্প্রতি কয়েকটি টেস্টে ভালো করিনি, তবে এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ভালো কিছু করার। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপটা আমরা ভালোভাবে শুরু করতে পারিনি। যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে এটা অনেক ভালো এবং বড় একটি সুযোগ আমাদের জন্য।' 

Bootstrap Image Preview