কিছুদিন আগে শেষ হওয়া বঙ্গবন্ধু বিপিএলে ইনজুরিতে পড়েন মুশফিকুর রহিম এবং ইমরুল কায়েস। তবে সুখবর হলো পুনর্বাসন প্রক্রিয়া শেষে সুস্থ হয়ে উঠেছেন তাঁরা।
এরই মধ্যে ফিটনেস পরীক্ষাতেও সফলভাবে উৎরে গেছেন মুশফিক-ইমরুল। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
মুশফিক এবং ইমরুলের এত দ্রুত সুস্থ হওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন দেবাশীষ নিজেও। তবে শেষ পর্যন্ত সকল আশঙ্কা উড়িয়ে দিয়ে ফিটনেস পরীক্ষায় পাস করেছেন তাঁরা। আর সেই কারণে জিম্বাবুয়ের বিপক্ষে আগামী টেস্টে খেলতে বাঁধা থাকছে না মুশফিক-ইমরুলের।
এই প্রসঙ্গে দেবাশীষ বলেন, 'মুশফিক এবং ইমরুল ওদের হ্যামস্ট্রিং এবং কাপ ম্যাসেলের সমস্যা নিয়ে কিছুদিন ইনজুরিতে ছিল। এর মধ্যে ওদের পুনর্বাসন প্রক্রিয়া চলছিল। তবে মুশফিকের ইনজুরি গ্রেড ওয়ান হওয়াতে আমরা আশা করছিলাম ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে ও সুস্থ হয়ে যাবে।'
দেবাশীষ আরো যোগ করেন, 'ইমরুলের ইনজুরিতে আমাদের ধারনা ছিলো আরেকটু বেশি সময় লাগতে পারে, সপ্তাহ খানেক। আজকে ওদের দুজনেরই টেস্ট হলো আমাদের ফিজিও থেরাপিস্ট এবং ট্রেনারদের তত্ত্বাবধানে। খুবই সন্তোষজনক ভাবে ওরা টেস্টে উৎরে গেছে। এবং দুজনকেই আপাতত খেলার জন্য ফিট হিসেবে বিবেচিত করা হচ্ছে।পরবর্তী খেলাগুলোয় ওদের অংশগ্রহণে আর কোনো বাঁধা থাকবে না।'