Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

করোনাভাইরাসঃ বাংলাদেশে একটি মাস্কের দাম ১৭৫০ টাকা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ০৭:১৯ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ০৭:১৯ PM

bdmorning Image Preview


করোনাভাইরাসের খবর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় বেড়ে গেছে মাস্কের ব্যবহার। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও বেড়েছে মাস্ক ব্যবহার। সঙ্গে সঙ্গে বেড়েছে দামও। দাম বৃদ্ধি কারণ হিসেবে অনেকেই বলছেন- যথাযথ যোগানের অভাবেই ঘটেছে এ বিপত্তি।

ব্যবসায়ীরা বলছেন, বাজারের মানসম্মত সব মাস্ক চীন থেকে আমদানি করা হয়। বর্তমানে চীন মাস্ক রপ্তানি বন্ধ রেখেছে। আর এ কারণেই বেড়েছে দাম।

রাজধানীর কয়েকটি ফার্মেসি ঘুরে ও অনলাইনে বেচাকেনার ওয়েবসাইটগুলোতে ঘুরে দেখা গেছে, ডিস্পোজেবল নন ওভেন ফ্যাব্রিক মাস্ক বিক্রি হচ্ছে ২৫ টাকায়, কটন মাস্ক ১২০ টাকা, স্পঞ্জ অ্যান্টি ডাস্ট মাস্ক ৫০ টাকা, এন-৯৫ (৮২১০) মাস্ক ২৫০ টাকা, এন-৯৫ (৮১১০এস) ১৮০ টাকা, পিএম-২.৫ মাউথ মাস্ক ১২০ টাকা, সাওমি এয়ারপপ থ্রি-সিক্সটি ডিগ্রি অ্যান্টি ফগ মাস্ক ৩৫০ টাকা, সাওমি স্মার্টলি ফিল্টার মাস্ক ৪৫০ টাকা এবং সাওমি পিএম-২.৫ লাইট ওয়েট মাস্ক বিক্রি হচ্ছে ১৭৫০ টাকা।

১৭৫০ টাকার সর্বোচ্চ দামের মাস্কটি বিক্রি করছে বিডি শপ ডট কম নামের একটি অনলাইন শপ।

Bootstrap Image Preview