এক অনাকাঙ্খিত দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী আমিরুলের বাবা মারা যান রোববার সন্ধ্যায়। সোমবার সকালে বাবার লাশ দাফন করে এসে পরীক্ষায় বসেন আমিরুল। এই মর্মান্তিক ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকায়।
জানা যায়, পরীক্ষার আগের দিন রোববার সন্ধ্যায় বাবা খোরশেদ আলম ছেলের এসএসসি পরীক্ষার সিট দেখতে গিয়ে বিদ্যালয়ের তালাবদ্ধ গেটের ভিতরে ঢুকতে না পেরে ফটকে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় অন্য পরীক্ষার্থী গেট টপকে ভিতরে ঢোকার মুহূর্তে গেটের উপরিভাগ ভেঙ্গে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আমিরুলেল বাবা।
সোমবার সকালে নিহতের নিজ বাড়ি উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মুক্তারামপুর গ্রামের মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় তাকে। বাবার লাশ কবরে শুইয়ে ওইদিন সকালেই সলিমগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেয় আমিরুল।
পরীক্ষার কেন্দ্র সচিব এইচকে আছমাতুননেছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান জানান, আমিরুল মেধাবী ছাত্র এবং তার পরীক্ষা ভালো হয়েছে। তিনি আরো জানান, আমিরুলের পরীক্ষা যাতে ভালো হয় এজন্য তারা তাকে মানসিক সাপোর্টসহ সব ধরনের সহযোগিতা করছেন।