Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিসিএলের তৃতীয় রাউন্ড খেলবেন সাইফুদ্দিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ০৭:৩৪ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ০৭:৩৪ PM

bdmorning Image Preview


দীর্ঘ দিন থেকে পিঠের ইনজুরিতে ভুগছেন মোহাম্মদ সাইফউদ্দিন। গত বঙ্গবন্ধু বিপিএলেও ইনজুরির কারণে দর্শক হয়ে থাকতে হয়েছে জাতীয় দলের এই পেস বোলিং অলরাউন্ডারকে।

তবে সুখবর হলো প্রায় পাঁচ মাস পর বোলিংয়ে ফিরেছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। মিরপুরে পুরোদমে বোলিং অনুশীলনও করেছেন তিনি। তার চেয়েও বড় কথা দীর্ঘ দিন মাঠের বাইরে থাকলেও বোলিংয়ের লাইন এবং লেংথ নিয়ে তেমন সমস্যায় পড়তে হয়নি সাইফউদ্দিনকে।

আফগানিস্তানের বিপক্ষে গত বছরের সেপ্টেম্বরে সর্বশেষ খেলা তরুণ এই অলরাউন্ডার বলেন, 'প্রায় দীর্ঘসময় পর পুরোদমে বোলিং করলাম। আলহামদুলিল্লাহ্‌ বেশ ভালোই হয়েছে। আমি চিন্তিত ছিলাম, লাইন-লেন্থ অ্যাকুরিসি কেমন থাকবে। যেমন চাচ্ছিলাম সেভাবেই হচ্ছে।'

সবকিছু ঠিক থাকলে চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউণ্ডের ম্যাচ খেলবেন সাইফউদ্দিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এমনটাই পরামর্শ দিয়েছেন তাঁকে। 

সাইফউদ্দিনের ভাষ্যমতে, 'আমার হাতে এখনো এক সপ্তাহের মত সময় আছে। বিসিবির ফিজিও আমাকে বলেছে বিসিএলের তৃতীয় রাউন্ডের ম্যাচটা খেলতে। শরীরের সাথে মানিয়ে নেওয়ার ব্যাপার আছে। এই এক সপ্তাহে ফিটনেস আর স্কিল আরও বাড়াতে পারবো।'

Bootstrap Image Preview