Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানি ভালো খেলার সম্ভবঃ সৌম্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ০৭:৪০ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ০৭:৪০ PM

bdmorning Image Preview


রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অংশ নিতে রওনা করেছে বাংলাদেশ। পাকিস্তানের উদ্দেশে রওনা দেয়ার আগে সতীর্থদের সাফল্যে পাওয়ার উপায় বাতলে দিয়েছেন সৌম্য সরকার।

পাকিস্তানের মাটিতে ধৈর্যশীল ব্যাটিংই দলকে সাফল্যের পথ দেখাবে বলে মনে করেন সৌম্য। গেল বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) তামিম ইকবাল, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন ও লিটন দাসদের পারফরম্যান্স স্বপ্ন দেখাচ্ছে তাঁকে। 

দেশ ছাড়ার আগে সৌম্য বলেন, 'সবাই বিসিএলে যেভাবে খেলেছে। সবাই যদি সবার পটেনশিয়াল অনুযায়ী খেলে এবং শতভাগ মনোযোগ দিয়ে খেলে তাহলে ওখানে ভালো খেলা সম্ভব।

আমার কাছে মনে হয় ব্যাটিংয়ের দিক যদি বলি, যত বেশি সময় উইকেটে থাকা যায় আমাদের সাফল্যের সম্ভাবনা তত বেশি।' 

ব্যাটসম্যানদের ধৈর্যশীল মনোভাব না থাকার কারণে শেষবারের ভারত সফরে ভরাডুবি হয় বাংলাদেশের। সেই সিরিজে দুটো ম্যাচই ইনিংস ব্যবধানে হারে মুমিনুলবাহিনী।

বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস (উইকেটরক্ষক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাইম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও সৌম্য সরকার।

Bootstrap Image Preview