Bootstrap Image Preview
ঢাকা, ২০ বুধবার, আগষ্ট ২০২৫ | ৫ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রাইমারি স্কুলে শিক্ষকের ভয়ে সিড়ি দিয়ে নামতে গিয়ে ১৩ ছাত্র নিহত, আহত ৩৯

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ০৮:৫৭ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ০৮:৫৭ PM

bdmorning Image Preview


কেনিয়ার একটি প্রাইমারি স্কুলে ক্লাস টিচারের পিটুনি খেয়ে ভয়ে হুড়াহুড়ি করে স্কুলের সিড়ি দিয়ে নামতে গিয়ে ১৩ শিক্ষার্থী নিহত ও ৩৯ শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার পশ্চিম কেনিয়ার কাকামেগা প্রাথমিক বিদ্যালয়ে মর্মান্তিক এ হতাহতের ঘটনাটি সংঘটিত হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ স্কুলের অভিযুক্ত ঐ শিক্ষককে গ্রেফতার করেছে।

পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে যে, কাকামেগা প্রাথমিক বিদ্যালয়ের আরও ২০ জন শিক্ষার্থী স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ক্লাস চলাকালীন শিক্ষক একজন ছাত্রকে বেধড়ক পিটুনি দিলে ক্লাসের অন্য ছাত্ররা ভয়ে পালানোর জন্য ক্লাস থেকে বের হলে সিঁড়িতে হুড়াহুড়ি করে ঘটনাস্থলে ১৩ ছাত্রের মৃত্যু হয় এবং ৩৯ ছাত্র আহত হয়।

Bootstrap Image Preview