Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৬ লক্ষ টাকা পারিশ্রমিক পাচ্ছেন মুশফিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০২০, ১২:০৫ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০২০, ১২:০৫ PM

bdmorning Image Preview


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন বেতন কাঠামো অনুযায়ী মুশফিকুর রহিম হতে যাচ্ছেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার। এ প্লাস ক্যাটাগরিতে থাকা ডানহাতি এই ব্যাটসম্যান প্রতি মাসে পাবেন ৬ লক্ষ ২০ হাজার টাকা।

তিন বছর পর ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। তবে বেতন শুধু বাড়ছেই, কমছেও। ২০২০ সালের প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ভাগ করা হয়েছে দুই ভাগে। 

ফলে স্বাভাবিক ভাবেই এই হ্রাস-বৃদ্ধির কারণ। এছাড়া সাদা এবং লাল বলের ক্ষেত্রে থাকছে আলাদা চুক্তি। তবে সব কিছুতেই বাকিদের পেছনে ফেলেছেন মুশফিক। কারণ আন্তর্জাতিক ক্রিকেটের ম্যাচের সংখ্যা ধরে সবার থেকে এগিয়ে তিনি।

জানা গেছে, এবছর কেন্দ্রীয় চুক্তিতে এ প্লাস ক্যাটাগরিতে থাকছেন তিন ক্রিকেটার। মাহমুদউল্লা রিয়াদ, তামিম ইকবালের সঙ্গে আছেন মুশফিক। এই তিনজন ২০১৭-১৯ পর্যন্ত পারিশ্রমিক পেয়েছেন ৪ লক্ষ টাকা।

ম্যাচের সংখ্যা ধরে মুশফিকের পয়েন্ট সবচেয়ে বেশি। সেই হিসেবে সাবেকে এই অধিনায়কের চেয়ে ২০ হাজার টাকা কম পাবেন তামিম এবং মাহমুদউল্লাহ। তাদের পারিশ্রমিক ৬ লক্ষ টাকা।

২০১৭ সাল পর্যন্ত মুশফিকের খেলা ৫৮ টেস্টের প্রতিটির জন্য ধরা হয়েছে ৮ পয়েন্ট। গত দুই বছরে খেলা ১১টি টেস্টের জন্য ধরা হয়েছে ১০ পয়েন্ট করে। সব মিলিয়ে লাল বলে মুশফিকের পয়েন্ট সবার থেকে বেশি ৫৭৪। 

সাদা বলের ক্ষেত্রেও সর্বোচ্চ মুশফিকেরই, ১১৭২ পয়েন্ট। ২০১৭ সাল পর্যন্ত ওয়ানডে এবং টি-টোয়েন্টি জন্য ধরা হয়েছে ৪ এবং ৩ পয়েন্ট। এরপরের দুই বছরে দুই ফরম্যাটের জন্য ধরা হয়েছে ৫ এবং ৪ পয়েন্ট করে। 

এদিকে টেস্ট অধিনায়ক মমিনুল হক, লিটদ দাস, মেহেদি হাসান মিরাজ এবং রুবেল হোসেন পারিশ্রমিক পাবেন ৩ লক্ষ টাকা। তাইজুল ইসলাম আড়াই লক্ষ, ইমরুল কায়েস দুই লক্ষ এবং মোহাম্মাদ মিঠুন ১ লক্ষ ৭৫ হাজার টাকা পাবেন।

গেল বছরের চেয়ে ৫০ হাজার টাকা কম পাবেন মুস্তাফিজুর রহমান। ৩ লক্ষ থাকা পারিশ্রমিক পাওয়া এই ক্রিকেটারের বেতন আড়াই লক্ষ টাকায় নেমে এসেছে। ম্যাচ খেলার পয়েন্ট হিসেবেই কমেছে সেটা। 

Bootstrap Image Preview