Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাবা-মাকে নিয়ে রেস্টুরেন্টে গেলেই ২০% মূল্য ছাড়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০২০, ০৭:০৩ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০২০, ০৭:০৩ PM

bdmorning Image Preview


বর্তমান সময়ে পরিবারের জন্য আমাদের সময় কমে যাচ্ছে। অনেকেই পরিবারকে তেমন সময় দিতে চায় না। এর জন্য ভারতের পশ্চিমবঙ্গে হাওড়ার এক রেস্টুরেন্টের মালিক চালু করলেন এক অভিনব অফার। তার রেস্টুরেন্টে বৃদ্ধ বাবা-মাকে সঙ্গে নিয়ে লাঞ্চ বা ডিনার করলেই মিলবে ২০% ছাড়। ঘোষণাটি ছড়িয়ে পড়তেই ওই রেস্টুরেন্টে বয়স্ক বাবা-মায়েদের সঙ্গে নিয়ে হাজির হচ্ছেন সন্তানেরা।

এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে রেস্টুরেন্টের মালিক সমীরণ গোস্বামী বলেন, ‘অভিজ্ঞতা থেকে দেখেছি সাধারণত স্বামী-স্ত্রী রেস্টুরেন্টে আসেন। তাদের সঙ্গে বয়স্ক বাবা-মায়েদের কখনো দেখা যায় না। দিন দিন বাবা-মায়েদের প্রতি ছেলে-মেয়েদের দায়বদ্ধতাও অনেক কমে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। এইরকম চিন্তা-ভাবনা থেকেই বিষয়টা মাথায় এসেছিল। এর দুটো দিক আছে। একটা সামাজিক আর একটা ব্যবসায়িক।’

এ সময় সমীরণ আরো বলেন, ‘বেশ ভাল সাড়া পাচ্ছি। বাবা-মা এবং ছেলে-মেয়েদের এক টেবিল-এ আনতে পেরে মানসিকভাবেও শান্তি পাচ্ছি।’

 

Bootstrap Image Preview