Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার ভারতে গরুর মাংস খাওয়ার জন্য বাঘের শাস্তি দাবী!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০২০, ০৭:১৯ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০২০, ০৭:১৯ PM

bdmorning Image Preview


গরুর মাংস খাওয়া ও গরু রক্ষা নিয়ে কেবলমাত্র বিজেপি নেতাদের মুখেই একের পর এক বিতর্কিত মন্তব্য উঠে এসেছে। আর এবার ভারতের গোয়ার জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা চার্চিল আলেমাও ফের বিতর্কে উসকানি দিয়ে দাবি করলেন 'বাঘের শাস্তির'।

চার্চিল আলেমা বলেন, যখন মানুষকে মারা হচ্ছে গরুর মাংস খাওয়ার জন্য, তখন বাঘকেও মারা উচিত গরুর মাংস খাওয়ার কারণে। প্রসঙ্গত, কয়েকদিন আগে গোয়ায় মহাদায়ী অভয়ারণ্যের একটি বাঘিনীর সঙ্গে তার তিনটি শাবককে মেরে ফেলা হয়। আর তারপরই এমন বার্তা দেন চার্চিল।

ভারতের গোয়ার এনসিপি নেতা চার্চিলের দাবি, গোটা ঘটনায় মানুষের দিকটি ভুলে গেলে চলবে না। মানুষ গরুর মাংস খেলে যেমন কাঠগড়ায় তাকে দাঁড় করানো হয়, তেমনই বাঘের ক্ষেত্রেও যেন বিচার সমান হয়।

Bootstrap Image Preview