Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৩ দিন আগে লটারিতে জেতা ১ লাখ ৮০ হাজার টাকা আগুনে পুড়ে ছাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০২০, ০৮:০৯ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০২০, ০৮:০৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চট্টগ্রামের হাটহাজারী কাঁচা বাজারের সবজি ব্যবসায়ী মো. হোসেন। তিনদিন আগে ব্যবসায়ী সমিতিতে ১ লাখ ৮০ হাজার টাকার লটারি জেতেন। লটারির টাকায় জীবনটাকে নতুন করে সাজিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু লটারির সেই টাকা তার ভাগ্যে সইল না।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে শর্টসার্কিটের আগুনে সেই টাকাসহ পুরো বাড়িটাই পুড়ে গেছে হোসেনের।

সবজি ব্যবসায়ী মো. হোসেন (৩২) হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট এলাকার আব্বাস আলী সওদাগর বাড়ির মৃত আবুল কাসেমের ছেলে।

হোসেন সাংবাদিকদের জানান, বাজারের সমিতিতে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেন তিনি। জমানো টাকায় ড্র হয় প্রতি মাসে। দু-তিনদিন আগে ভাগ্যের জোরে এবার লটারিতে তার নাম উঠেছিল। পেয়েছিলেন ১ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া সঙ্গে রেখেছিলেন ব্যবসার ৩ লাখ আর গরু বিক্রির ৫০ হাজার টাকা। রাতের আগুনে সব পুড়ে গেছে।

তিনি জানান, রাতে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে সর্বস্ব হারিয়ে তার পুরো পরিবার এখন খোলা আকাশের নিচে।

হাটহাজারীর ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা জাকের হোসেন জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

Bootstrap Image Preview