Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাতিল হতে পারে চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০২০, ১০:০৯ AM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০২০, ১০:০৯ AM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে একটি চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করতে চেয়েছিলেন দেশটির সাবেক ক্রিকেটাররা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) মাঠে গড়ানোর কথা ছিল বুশফায়ার ক্রিকেট ব্যাশ নামের চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচটি। কিন্তু আবহাওয়ার কারণে ম্যাচটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। 

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শনিবার নিউ সাউথ ওয়েলসে ভারী বৃষ্টির জোর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি একই দিন বিগ ব্যাশ লিগের ফাইনাল থাকায় চ্যারিটি ম্যাচটি নিয়ে বিকল্প চিন্তা করছেন গভর্নিং বডির সদস্যরা।  

বুশফায়ার ক্রিকেট ব্যাশে ক্রিকেট বিশ্বের কিংবদন্তিদের সমাবেশ দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেট প্রেমিরা। ম্যাচটির একটি দলে নেতৃত্বভার ছিল অস্ট্রেলিয়ার বিশ্বকাপ বিজয়ী অধিনায়ক রিকি পন্টিংয়ের কাঁধে।

আরেকটি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পান সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন। শুধু তাই নয়, জাস্টিন ল্যাঙ্গার, অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেট লি, শেন ওয়াটসন, মাইকেল ক্লার্কের মতো তারকাদেরও খেলার কথা ছিল এই ম্যাচে। 

অন্যান্য দেশের মধ্য থেকে ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার যুবরাজ সিং এবং পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামেরও খেলার কথা ছিল এই চ্যারিটি ম্যাচে।  

Bootstrap Image Preview