চলতি বছরের মার্চে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। এই আসরকে সামনে রেখে টুর্নামেন্টের ব্র্যান্ড ভ্যালু বের করেছে ভারতের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ভ্যালু নির্ণায়ক প্রতিষ্ঠান ব্র্যান্ড ফিন্যান্স।
কোম্পানিটির করা জরিপ অনুযায়ী এবারের আইপিএলের ব্র্যান্ড ভ্যালুর পরিমাণ প্রায় ৫৭০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।
ব্র্যান্ড ফিনান্সের করা জরিপ থেকে জানা গেছে গত বছর আইপিএল চলাকালীন প্রায় ৩৩ হাজার কোটি মিনিট অনলাইন স্ট্রিমিং করেছেন ক্রিকেট প্রেমীরা।
আসন্ন আসরে এই স্ট্রিমিংয়ের পরিমাণ আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। ব্র্যান্ড ফিন্যান্সের পরিচালক এমনটাই জানিয়েছেন সংবাদ সংস্থা গালফ নিউজকে। তাঁর মতে প্রতিবারের মতো এবারও ভারতের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে আইপিএল।
এই প্রসঙ্গে তিনি বলেন, ‘২০১৯ সালের আসরটিতে প্রায় ৩০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী অনলাইনে খেলা দেখেছে। পুরো টুর্নামেন্টের ৪৪ দিনে তাদের মোট স্ট্রিমিং সময় গণনা করা হয়েছে ৩৩ হাজার কোটি মিনিটের চেয়েও বেশি। খেলোয়াড়, ফ্র্যাঞ্চাইজি, স্পন্সরদের প্রত্যাশা পূরণ করে ভারতের অর্থনীতিতেও দারুণ ভূমিকা রাখছে আইপিএল।’