Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টি-টোয়েন্টিতে হোয়াইট ওয়াশের পর ওয়ানডেতে ঘুরে দাঁড়ালো নিউজিল্যান্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০২০, ১১:৪১ AM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০২০, ১১:৪১ AM

bdmorning Image Preview


টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ। সঙ্গে ইনজুরির কারণে দলে নেই অধিনায়ক কেন উইলিয়ামসন। স্বাভাবিকভাবে সফরকারী ভারতের বিপক্ষে চাপে ছিল নিউজিল্যান্ড। ফরম্যাট ভিন্ন হলেও মানসিকভাবে এগিয়ে থাকার কথা বিরাট কোহলিদের। কিন্তু হ্যামিল্টনে সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়ালো নিউজিল্যান্ড।

এই মাঠের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে এখন টম ল্যাথামের দল। ভারতের ছুঁড়ে দেয়া ৩৪৮ রানের লক্ষ্য সহজেই ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। রস টেলরের ২১তম সেঞ্চুরিতে ১১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ব্ল্যাক ক্যাপ্সরা।

হ্যামিল্টনে ২০০৬-০৭ সালে অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেয়া ৩৫০ রানের লক্ষ্য ১ উইকেট হাতে রেখেই তাড়া করেছিল নিউজিল্যান্ড। এবার চেনা মাঠে ভারতের বিপক্ষে দাপট দেখিয়ে জিতলো কিউইরা। সেঞ্চুরিয়ান রস টেলর অপরাজিত থাকেন ১০৯ রানে।

৩৪৮ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাবে ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার মার্টিন গাপটিল এবং হেনরি নিকোলস। ভারতের বোলারদের বিপক্ষে দাপটের সঙ্গেই ব্যাটিং করছিলেন দুজন। তবে দলীয় ৮৫ রানে শার্দুল ঠাকুরের বলে কেদার যাদবের হাতে ক্যাচ দিয়ে বসেন গাপটিল।

তিনে নামা টম ব্লান্ডেলকে নিয়ে দলীয় শতক পুরণ করেন নিকোলস। তবে কুলদিব যাদবের বলে স্টাম্পিং হয়ে ৯ রানে ফেরেন ব্লান্ডেল। চার নম্বরে নামা অভিজ্ঞ রস টেলরকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন নিকোলস। 

তুলে নেন হাফ সেঞ্চুরি। দলীয় ১৭১ রানে বিরাট কোহলির অসাধারণ ফিল্ডিংয়ে রান আউটের ফাঁদে পরে বিদায় নেন নিকোলস। উইকেট হারালেও রানের গতি কমতে দেননি টেলর। লাথাম শুরুতে একটু ধুকলেও ঠিকই মানিয়ে নেন।

১৩ বলে ৩ রান করলেও এই ব্যাটসম্যান ৩৮ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। তাকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন টেলর। দুজনের ব্যাটে জয়ের স্বপ্ন দেখতে থাকে নিউজিল্যান্ড। ৪৮ বলে ৬৯ রান করে কুলদিপের দ্বিতীয় শিকার হয়ে লাথাম বিদায় নেয়ার পর নিশাম এবং গ্র্যান্ডহোম ফেরেন অল্প রানেই। কিন্তু মিচেল স্যান্টনার এবং টেলরের ব্যাটে ৪ উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

ভারতের হয়ে কুলদিপ নেন ২টি উইকেট। এর আগে প্রথমে ব্যাটিং করে স্রেয়াস আইয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির ওপর ভর করে ৪ উইকেটে ৩৪৭ রানের পুঁজি পায় ভারত। লোকেশ রাহুল অপরাজিত থাকেন ৮৮ রানে। আইয়ার করেন ১০৩ রান। ৮৫ রান দিয়ে ২ উইকেট নেন টিম সাউদি। 

Bootstrap Image Preview