Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্কোয়াডে ফিরে আসার সুযোগ সম্পূর্ণরূপে কাজে লাগাবেন আসিফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০২০, ১২:০৮ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০২০, ১২:০৮ PM

bdmorning Image Preview


বিলাল আসিফ পাকিস্তানের হয়ে শেষ বার মাঠে নেমেছেন ২০১৮ সালের ডিসেম্বরে। নিজের সর্বশেষ সিরিজে নিউজিল্যান্ড বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট নিলেও দল থেকে বাদ পড়েন পরের সিরিজেই। এক বছর পর আবারও ডাক পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া রাওয়ালপিন্ডি টেস্টের একাদশে আসিফের থাকা এখনও নিশ্চিত নয়। পিন্ডির উইকেট বরাবরই পেসারদের পক্ষে কথা বলে। তাই ইয়াসির শাহ'র সঙ্গে অতিরিক্ত স্পিনার নাও খেলাতে পারে আজহার আলীর দল।

একাদশে থাকা না থাকা নিয়ে অবশ্য চিন্তিত নন ৩৪ বছর বয়সী আসিফ। জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে সুযোগ পেলে সেটাকে অবশ্যই লাজে লাগানোর চেষ্টা করবেন। এছাড়া দল থেকে বাদ পড়ার পর নিজেকে নিয়ে অনেক কাজ করেছেন এই স্পিনার।

আসিফ বলেন, `অনেক দিন পর স্কোয়াডে ফিরেছি। আশা করছি সুযোগ পেলে সেই সুযোগটাকে সম্পূর্ণরূপে কাজে লাগাবো। আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকেন তখন এর হালকা প্রভাব তো পড়েই। তবে ঘুরে দাঁড়াতে ঘরোয়া ক্রিকেট পারফর্ম করেছি।'

`জাতীয় একাডেমিতে কাজ করেছি নিজেকে নিয়ে। আমার মধ্যে যে কমতিগুলো ছিল সেগুলো নিয়ে কাজ করেছি। যদি দলের আমাকে প্রয়োজন হয় এবং সুযোগ পাই চেষ্টা থাকবে সেটাকে সম্পূর্ণভাবে কাজে লাগানোর। স্কোয়াডে ফিরেছি' আরও যোগ করেন এই স্পিনার।

শুক্রবার রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি। নিরাপত্তা ইস্যুতে সিরিজটি তিন ভাগে আয়োজিত হচ্ছে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে এপ্রিল মাসে।

Bootstrap Image Preview