Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বর্ণবাদ নিয়ে কটাক্ষের জবাব দিলেন টেম্বা বাভুমা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০২০, ১২:৪১ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০২০, ১২:৪১ PM

bdmorning Image Preview


এই বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল থেকে বাদ পড়েছেন টেম্বা বাভুমা। তবে ইংল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার ওয়ানডে দলে জায়গা পেয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ৯৮ রানের ইনিংস খেলে দলকেও জিতিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার ৭ উইকেটে জেতা ম্যাচের পর সংবাদ সম্মেলনে বর্ণবাদ দিয়ে কটাক্ষের জবাব দিয়েছেন বাভুমা। তিনি ভক্তদের জানিয়েছেন, ভালোবাসার জায়গা থেকেই ক্রিকেট খেলেন তিনি।

বাভুমা বলেছেন, 'যখন আমার সম্পর্কে কেউ বিরূপ মন্তব্য করে তখন অস্বস্তি লাগে। দিন শেষে, হ্যা আমি কালো এবং এটাই আমার গায়ের রঙ। কিন্তু আমি ক্রিকেট খেলি কারণ এটা আমি ভালোবাসি।'

ডানহাতি ব্যাটসম্যান বাভুমা মনে করেন পারফরম্যান্সের কারণেই টেস্ট দল থেকে বাদ পড়েছেন। ৪০ টেস্টে তাঁর ব্যাটিং গড় ৩০.৭৫। এমন পারফরম্যান্সের পর সাদা পোষাকের দল থেকে বাদ পড়াটাকে স্বাভাবিক ভাবেই দেখছেন তিনি।

বাভুমার ভাষ্যমতে, ‘সব খেলোয়াড়ই বাদ পড়ে এবং সবাই ভাল স্কোর না করলে ছিটকে যায়। আমি চিন্তা করি আমি পারফরম্যান্সের কারণে দলে আছি। এর ফলেই ফ্র্যাঞ্চাইজি এবং জাতীয় দলের হয়ে খেলছি।'

Bootstrap Image Preview