Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাঁচা মরার লড়ায়ে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত যুবা অধিনায়কের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০২০, ০২:১৬ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০২০, ০২:১৬ PM

bdmorning Image Preview


চলমান অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে আজ নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ যুব দল। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়েছে এই ম্যাচটি। 

ইতোমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। ফলে কিছুক্ষণের মধ্যে ব্যাটিংয়ে নামবে নিউজিল্যান্ড।

বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড আত্মবিশ্বাসের দিক থেকে পিছিয়ে নেই খুব একটা। গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ উইকেটের জয় দিয়ে শেষ চার নিশ্চিত করে তারা। পুরো টুর্নামেন্ট জুড়েই নিজেদের সামর্থ্যের পরিচয় দিয়ে এসেছে কিউইরা।

তাই সেমিফাইনালের লড়াইটি সেয়ানে সেয়ানেই হবে বলে ঠাওর হচ্ছে। অবশ্য বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক আকবর আলী প্রতিপক্ষ নিয়ে তেমন ভাবছেন না। বরং নিজেদের খেলার প্রতি বেশি গুরুত্ব দিতে চান তিনি।

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ স্কোয়াডঃ 

আকবর আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), তৌহিদ হৃদয় (সহ অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদত হোসেন, শামীম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, রকিবুল হাসান ও হাসান মুরাদ।

Bootstrap Image Preview