চোটের কারণে পাকিস্তান সফরের দলে জায়গা হয়নি। তবে এখন বেশ সুস্থ হয়ে উঠেছেন। অনুশীলনেও ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। ফিটনেসে এখন সর্বোচ্চ নজর দিতে চান জাতীয় দলের এই অলরাউন্ডার। জাতীয় দলের আর কোনো সিরিজ যাতে মিস না হয়, সেজন্য কঠোর পরিশ্রম করতেও রাজি তিনি।
চোট থেকে সেরে ওঠার পর বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলার জন্য মুখিয়ে রয়েছেন মিরাজ। নিজের অবস্থা নিয়ে বললেন, ‘আল্লাহর অশেষ রহমতে এখন ভালো আছি। বোলিং শুরু করেছি, আমি আশা করি যে হয়তো বিসিএলের নেক্সট ম্যাচ খেলতে পারবো না, তবে পরের ম্যাচ থেকে টিমের সাথে খেলতে পারবো ইনশাআল্লাহ্। পুরোপুরি ফিট হয়ে ১ সপ্তাহের মধ্যে ফিরতে পারবো।’
মিরাজ জানালেন, আপাতত বিসিএলের দিকেই নজর তার। ফিট হয়ে উঠতে পারলে নির্বাচকরা এমনিতেই জাতীয় দলে বিবেচনা করবেন, মনে করছেন তিনি। তবে দেশের হয়ে যাতে আর সিরিজ মিস না হয়, সেজন্য ফিটনেসে সর্বোচ্চটা দিতে রাজি এই অলরাউন্ডার।
তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় যে ফিট থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু সামনে ঘরোয়া, আন্তর্জাতিক অনেক খেলা। আমি নিজেকে নিয়ে কাজ করছি, মানসিক ভাবে কিভাবে আরও ফিট থাকা যায়। বাংলাদেশের অনেক খেলা রয়েছে সামনে, নিজেকে যদি ফিট না করতে পারি তাহলে এভাবে আরও অনেক সিরিজ মিস যাবে। আমাকে আরও ফিট হয়ে ভালো পারফর্ম করতে হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ, এর উপর জোর দিয়েছি।’
বিপিএলে প্রায় প্রতি ম্যাচেই উপরের দিকে ব্যাটিং করেছেন। মিরাজকে যেন স্পেশালিস্ট ওপেনার বানিয়ে দিয়েছিল খুলনা টাইগার্স। ব্যর্থ হননি এই অলরাউন্ডার, দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করেছেন।
বিপিএলে উপরে ব্যাটিং করা নিয়ে মিরাজ বলেন, ‘আমি ব্যাটিং নিয়ে নির্বাচকদের সাথে কথা বলেছি। তারাও আমাকে অনেক সাপোর্ট করেছেন। ঘরোয়া ক্রিকেটে উপরের দিকে ব্যাট করার জন্যে তারা আমাকে অনেক সাহায্য করেছেন। বিশেষ করে এবার যখন খুলনা টাইগার্সের হয়ে খেলেছি বিপিএলে, টিম ম্যানেজমেন্ট আমাকে অনেক সাহায্য করেছে। অধিনায়ক মুশফিক ভাই, সুজন স্যার, কোচ আমাকে গাইড করেছেন, আত্মবিশ্বাস দিয়েছেন। নাফিস ইকবাল ভাই, তালহা ভাই দুজনেই আমাকে বলেছেন-তুই প্রপার ব্যাটসম্যান, তুই পারবি। তখন আমার নিজের ভেতরেও ফিল হয়েছে, আমি পারবো ইনশাআল্লাহ্।’
বিসিএলেও ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরার চেষ্টা থাকবে জানিয়ে এই অলরাউন্ডার বলেন, ‘বিসিএলে ব্যাটিং উপরে করতে না পারলেও মোটামুটি একটা জায়গায় ব্যাট করতে পারবো। টেস্ট ক্রিকেট কিংবা চারদিনের ম্যাচে অনেক সুযোগ থাকে ব্যাট করার। আমি চেষ্টা করছি প্রিমিয়ার লিগে উপরে ব্যাট করার জন্য। টিমের সঙ্গেও কথা হয়েছে এ নিয়ে।’