Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ম্যাচ সেরা ইনিংস খেলেও সন্তুষ্ট না মাহমুদুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০২০, ০৯:৫৫ AM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০২০, ০৯:৫৫ AM

bdmorning Image Preview


ম্যাচ জেতানো ইনিংসের উদাহরণ কম নেই বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যানদের। মাহমুদউল্লাহ, মুশফিক, তামিমদের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরা অনেক ম্যাচেই বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দিয়েছেন।

এখানেই অবশ্য বড় দলগুলোর সঙ্গে বাংলাদেশের পার্থক্য। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা ভারতের মতো দলের ব্যাটসম্যানরা শুধু ম্যাচ জেতানো ইনিংসই খেলেননা, বরং দলকে জিতিয়ে মাঠ ছাড়ার মানসিকতাও ধারণ করেন।

ম্যাচ সেরা ইনিংস খেলার পাশাপাশি বিজয়ীর বেশে মাঠ ছাড়ার গৌরব খুব একটা উপভোগ করতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। তবে অনূর্ধ্ব ১৯ দলের ডানহাতি ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় মুশফিক, তামিমদের পথে হাঁটতে চাননি। ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে চেয়েছিলেন এই তরুণ। 

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের যুবারা। ব্যাট হাতে ১২৭ বলে ১০০ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হন ১৯ বছর বয়সী ব্যাটসম্যান মাহমুদুল হাসান। 

সেঞ্চুরির ঠিক পর পরই কিউইদের বাঁহাতি স্পিনার জেসি টাস্কঅফের বলে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন তিনি। ফলে সেঞ্চুরি পেলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ হওয়ায় হতাশ মাহমুদুল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আসলে আমি সন্তুষ্ট না। যদি আমি অপরাজিত থাকতে পারতাম তাহলে সন্তুষ্ট থাকতাম। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি দুর্ভাগ্যক্রমে।' 

যুব বিশ্বকাপে এর আগে কখনও ফাইনালে খেলার সুযোগ পায়নি বাংলাদেশের যুবারা। অবশেষে সেই প্রতীক্ষার প্রহর ফুরাতে যাচ্ছে তাদের। আগামী রবিবার (৯ ফেব্রুয়ারি) ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ যুবারা। 

Bootstrap Image Preview