Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তামিম-মুমিনুল ছাড়াই শুরু বিসিএল দ্বিতীয় রাউন্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০২০, ১১:৪৫ AM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০২০, ১১:৪৫ AM

bdmorning Image Preview


আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ড। এদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে মধ্যাঞ্চলের মুখোমুখি হবে উত্তরাঞ্চল।

দিনের আরেকটি ম্যাচে পূর্বাঞ্চলের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণাঞ্চল। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিসিএলের দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায়। 

জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার না থাকায় কিছুটা জৌলুস হারিয়েছে বিসিএল। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিণ্ডি টেস্টে অংশ নিতে বিসিএলের দ্বিতীয় রাউন্ড মিস করবেন তামিম ইকবাল, মুমিনুল হকদের মতো তারকা ক্রিকেটাররা।

বিশেষ করে প্রথম রাউন্ডে ট্রিপল সেঞ্চুরি হাঁকানো তামিমের অভাব এই রাউন্ডে বেশি বোধ করবে পূর্বাঞ্চল। তবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে তৃতীয় রাউন্ডে যোগ দিতে পারেন তামিমসহ জাতীয় দলের বাকি ক্রিকেটাররা। 

টুর্নামেন্টের প্রথম রাউন্ডে একমাত্র জয় পেয়েছে পূর্বাঞ্চল। মধ্যাঞ্চলের বিপক্ষে সেই ম্যাচে এক ইনিংস এবং ৯ রানের বিশাল জয় পায় মুমিনুলদের দল। দারুণ এই জয়ের পর স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসের চূড়ায় থেকে শুক্রবার মাঠে নামবে পূর্বাঞ্চল। 

বিসিবি দক্ষিণাঞ্চল: আব্দুর রাজ্জাক, আল-আমিন হোসেন, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, ফজলে মাহমুদ রাব্বি, ফরহাদ রেজা, শামসুর রহমান শুভ, আল-আমিন (জুনিয়র), নাসুম আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শাহরিয়ার নাফীস, রবিউল হক, ইরফান শুক্কুর, আমিনুল ইসলাম বিপ্লব, মাহমুদুল হাসান জয়, রুয়েল মিয়া।

বিসিবি উত্তরাঞ্চল: আরিফুল হক, নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, মুশফিকুর রহিম, সানজামুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, রনি তালুকদার, সুমন খান, লিটন দাস, তাসকিন আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, সঞ্জিত সাহা, সালাউদ্দিন শাকিল, জহুরুল ইসলাম অমি, তানবীর হায়দার, এনামুল হক জুনিয়র, মিজানুর রহমান, হোসেন আলি, মুক্তার আলি।

ওয়ালটন মধ্যাঞ্চল: সাইফ হাসান, শুভাগত হোম চৌধুরী, তাইবুর রহমান, নাজমুল হোসেন শান্ত, আরফাত সানি, শহিদুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, জাকের আলি অনিক, নাজমুল ইসলাম অপু, নাঈম শেখ, আব্দুল মজিদ, ইরফান হোসেন, সোহরাওয়ার্দী শুভ, শরিফুল ইসলাম, মো: আকবর আলি, মেহেদী হাসান মিরাজ।

ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল: ইমরুল কায়েস, আবু জায়েদ রাহি, আফিফ হোসেন, মুমিনুল হক, নাঈম হাসান, তামিম ইকবাল, রুবেল হোসেন, ইয়াসির আলি চৌধুরী, পিনাক ঘোষ, হাসান মাহমুদ, জাকির হাসান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, অমিত হাসান, রেজাউর রহমান, তানভির ইসলাম, ইমরান-উজ-জামান, খালেদ আহমেদ, রনি চৌধুরী, মোহাম্মদ আশরাফুল।

Bootstrap Image Preview