দেশ ছাড়ার আগে সংবাদ মাধ্যমে অধিনায়ক আকবর আলি বলেছিলেন, তার দলের পক্ষে বিশ্বকাপের ফাইনালে ওঠাও খুব সম্ভব। বৃহস্পতিবার সে কথাই রাখলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
নিউজিল্যান্ডের যুবাদের বিপক্ষে ৭ উইকেটের জয়ে প্রথমবারের মতো পৌঁছে গেছে বিশ্বকাপের ফাইনালে। আগামী রোববার শক্তিশালী ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে শিরোপার লড়াইয়ে খেলতে নামবে টাইগার যুবারা।
সে ম্যাচের আগে বৃহস্পতিবারে পাওয়া সেমিফাইনালের জয়টি অনেক বড় অনুপ্রেরণার উৎস হতে পারে যুবাদের জন্য। যেখানে দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে ৭ উইকেটের সহজ জয় এনে দিয়েছেন মাহমুদুল হাসান জয়।
ইনিংসের ষষ্ঠ ওভারে তিন নম্বরে ব্যাট করতে নেমে মাঠ ছাড়েন ৪৩তম ওভারের শেষ বলে। মাঝের সময়টাতে ১৭৮ রান যোগ করে বাংলাদেশ। যেখানে মাহমুদুল জয়ের ব্যাট থেকেই আসে ১২৭ বলে ১০০ রানের ইনিংস। আর এ ইনিংসের পর পুরস্কারস্বরুপ নতুন ঝকঝকে একটি ব্যাট পেয়েছেন জয়।
দলের শ্রীলঙ্কান কোচ নাভিদ নেওয়াজ নতুন ব্যাটটি দিয়েছেন জয়কে। তিনি আগেই ভারত থেকে অর্ডার দিয়ে কিছু নতুন ব্যাট আনিয়ে রেখেছিলেন। বিশ্বকাপের মঞ্চে বড় কোনো মাইলফলক গড়তে পারলে, কোনো শিষ্যদের দেয়ার আশায়।
সেমিফাইনালের মতো ম্যাচে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়ে কোচের কাছ থেকে ব্যাট পাওয়ার কাজটি দারুণভাবেই করেছেন জয়। ম্যাচশেষে লঙ্কান কোচ নিজেই তুলে দিয়েছেন পুরস্কারের এই ব্যাট। এছাড়া বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন ও যুব দলের ম্যানেজার সজল চৌধুরী দিয়েছেন অর্থ পুরস্কার।
জয়ের এই পুরস্কার পাওয়ার খবর জানিয়েছেন দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় যাওয়া জুনিয়র নির্বাচক কমিটির সদস্য এবং জাতীয় দলের সাবেক পেস বোলার হাসিবুল হোসেন শান্ত। তিনি বলেন, 'কোচ আগেই ভারত থেকে কিছু ব্যাট আনিয়ে রেখেছিলেন। ঠিক করেছিলেন বড় কোনো উপলক্ষ্য এলে ছেলেদের পুরস্কার হিসেবে দেবেন। সেরকমই একটি ব্যাট আজ জয় পেয়ে গেলো।'