Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিউ জিল্যান্ডের সামর্থ্য সম্পর্কে জানতো বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০২০, ০১:৪৮ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০২০, ০১:৪৮ PM

bdmorning Image Preview


যুব বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ডে গিয়ে ৪-০ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। কিউইদের মাটিতে এই সিরিজ জয়ই বিশ্বকাপের মঞ্চে আত্মবিশ্বাস দিয়েছে আকবর আলীর দলকে। গেল বছর সেপ্টেম্বর-অক্টোবরে খেলা সিরিজেই প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা জেনে গেছিল বাংলাদেশের যুবারা। যা কাজে দিয়েছে বৃহস্পতিবার অনুষ্ঠিত যুব বিশ্বকাপের সেমিফাইনালে।

বিশ্বকাপের মঞ্চে নিউ জিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শিরোপা জিততে হলে আকবর বাহিনীকে জিততে হবে ভারতের বিপক্ষে। 

যদিও এই প্রতিপক্ষের বিপক্ষে পেছনের স্মৃতি এখনও পোড়ায় বাংলাদেশকে। কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে আলাদা পরিকল্পনা সাজিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। অধিনায়ক আকবর ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন।

আকবর বলেন, `আমাদের দলের তিনজন স্পিনারই দারুণ বলিং করছে। নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের আলাদা পরিকল্পনা ছিলো। আগেও নিউজিল্যান্ড গিয়ে খেলেছি। ওদের শক্তি ও দুর্বলতা জানা ছিল আমাদের। সেটাকেই কাজে লাগানোর চেষ্টা করেছি।'

ফাইনালে প্রতিপক্ষ ভারত হলেও অবশ্য চাপ মাথায় নিতে চাইছেন না যুব দলের অধিনায়ক আকবর। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ফাইনালেও জয় ছিনিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছেন তিনি।

আকবর বলেন, 'ভারতের বিপক্ষে ম্যাচটা আমাদের কাছে স্বাভাবিক ম্যাচের মতোই মনে হবে। বাড়তি চাপ নিবো না বা নিতে চাইছি না এটা ভেবে যে ফাইনাল বা আমরা প্রথম ফাইনাল খেলছি। নিজেদের খেলার মতই খেলবো এবং সেরাটা দিয়ে খেলবো।' 

Bootstrap Image Preview