Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার মার্কিন দূতাবাস প্রাঙ্গণে ৫ বছরের শিশু ধর্ষণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০২০, ০৭:২৯ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০২০, ০৭:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


এবার মার্কিন দূতাবাসে ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে ভারতে। দেশটির নয়াদিল্লির চানক্যপুরিতে অবস্থিত দূতাবাসটির প্রাঙ্গণে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই তাদের একটি প্রতিবেদনে এ খবর জানিয়েছে। সংস্থাটিকে পুলিশের দেওয়া বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিও একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, গত শনিবার ওই শিশুটিকে ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগীর মা-বাবা পুলিশে অভিযোগ করেন। ওই শিশুর দেওয়া তথ্যের ভিত্তিতে ২৫ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

ভুক্তভোগীর বাবা যুক্তরাষ্ট্রের দূতাবাসে গৃহপরিচারকের কাজ করেন। তারা দূতাবাসের স্টাফ কোয়ার্টারে বসবাস করেন। সেখানকার আরেক গৃহপরিচারকের ছেলে শিশুটিকে ধর্ষণ করে।

পুলিশ জানিয়েছে, ওই যুবক পেশায় একজন ড্রাইভার।  তিনি শিশুটিকে দূতাবাস প্রাঙ্গণে পেছন থেকে মুখ চেপে ধরে নিয়ে গিয়েছিলেন। ঘটনার পর শিশুটি বাড়ি ফিরে তার মাকে পুরো ঘটনা জানায়। তিনি মেয়েকে হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক ধর্ষণের বিষয়টি নিশ্চিত করলে পুলিশে অভিযোগ জানায় শিশুটির পরিবার।

ধর্ষকের বিরুদ্ধে ভারতের শিশু নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

Bootstrap Image Preview